পোর্টজিন
“মনের বিচরণ” লিখেছেন প্রতিমা বিশ্বাস সাহা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একটা তারা দিব্বি ছিল মনের আকাশে
দিনগুলি যে কাটত সদা ভালোমন্দ মিশে
ব্যথার মেঘ জমতো যখন হৃদয়ের ক্যানভাসে
তারার আলোয় বৃষ্টির ছোঁয়ায় শান্ত সে শেষে ।
জানলা দিয়ে আসত তার আলোর বিচ্ছুরণ
সকাল সন্ধ্যা পেতাম আমি তারই আস্বাদন
হঠাৎ করে একটি মেঘ দিল যে তারে ঢেকে
সেদিন থেকে সে তারাটি অন্য আকাশে ফোটে।
হারিয়ে গেল সুখের আলো, আঁধার হল আকাশ
হারিয়ে গেল খুশির দিন, সোনালী ভরা রাত
জমল বুকে ব্যথার মেঘ বৃষ্টির সাথে সাথে
নিষ্ঠুর তারা ভালোই আছে অন্য আকাশেতে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।