পোর্টজিন
“বাইশে শ্রাবণ” লিখেছেন প্রতিমা বিশ্বাস সাহা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
শ্রাবণ মাসের বাইশ এলে বৃষ্টি ঝড়ে চোখে
হৃদয় মাঝে শূণ্যতার ঢেউ আঘাত হানে বুকে
সেদিন ছিল পূর্ণিমার রাত মেঘাচ্ছন্ন চাঁদ অম্বর মাঝে
হঠাৎ এ কোন শূণ্যতা চারিদিকে হাহাকার রবে বাজে।
নিভলো জ্যোতি আঁধার হল বিশ্ব ভূবন আজি
মোদের রবি বিশ্বকবি হারিয়ে গেল বুঝি।
স্তব্ধ হল আকাশ বাতাস স্তব্ধ হল প্রকৃতি
বিষন্নতায় ভরে গেল বাইশে শ্রাবণ দিনটি
ভরে গেল বাংলার পথ জনতার ভিড়ে
ধ্বনিত হলো শোকবার্তা বিশ্ব ভূবন জুড়ে।
চলে গেলে তুমি রাজার বেশে আমজনতার মাঝে
ছিলে তুমি থাকবে তুমি মোদের ঘরে সকাল সাঁঝে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।