পোর্টজিন
“সিঁদুরের কৌটা” লিখেছেন সুমনা পাল মুখার্জী
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
(১) সিঁদুরের কৌটো
এয়োস্ত্রীর প্রতীক
আমরা জানি।
(২) বধূর সাজে
সিঁদুরের কৌটোটা
জরুরি তাই।
(৩) স্বামীর দান
সিঁথি ভরা সিঁদুর
শোভা বারায়।
(৪) বিয়ের পর
নারীর সাথে থাকে
সিঁদুরের চিহ্ন।
(৫) সব এয়োস্ত্রী
স্বামীকে ভালোবেসে
পরে সিঁদুর।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।