পোর্টজিন
“একাকীত্ব” লিখেছেন সুমনা পাল মুখার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
একাকিত্বের মাঝে হারিয়ে
অজানা ফুলের গন্ধে
নিজেকে খুঁজে পেলাম।
কোকিলের মধুর সুরে
ঘুম ভাঙ্গে সূর্যোদয়ের সাথে সাথে
শুরু চলা।
দিনান্তে পাখিরা যখন নীড়ে ফেরে
জানালায় বসে ভাবি
অজানা পৃথিবীটায়
নাম না জানা
অচেনা প্রকৃতির একজন
আমায় হাতছানি দিচ্ছে।
রাতের অন্ধকারে কিংবা প্রখর রৌদ্দুরে
জানিনা কখন এ জীবনের সমাপ্তি।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।