পোর্টজিন
“জীবনের বাঘ-বন্দী-খেলা” লিখেছেন সুমনা পাল মুখার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বাঘ বন্দী খেলে চলে সুদীর্ঘ জীবন
প্রদীপের আলোয় হিসেব অর্থ নিয়ে
মাঠে ময়দানে জনসভা
কার কত দর।
লোক দেখানোর পালা
বোঝে না তারা
মানুষের পেটের জ্বালা
বেকারি, দুর্ভিক্ষ, হতাশা
তুমুল বিতন্ডার মাঝে দাঁড়িয়ে
আসবে ঝড়, আসবে তুফান
কত ভেসে যাবে প্রতিশ্রুতি
বাঁধভাঙ্গা বন্যায়।
তবুও নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে
ঘুরে দাঁড়াতে হবে আবার
জীবনের মূল স্রোতে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।