পোর্টজিন
“ফেরার গল্প” লিখেছেন তীর্থঙ্কর সুমিত

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
কিছু কথা _
বলতে গিয়েও থেমে যাওয়া শ্রেয়
চলন্ত ট্রেনে লিখে রাখা বিলাপ
আত্মকথনের হাত ধরে
ক্রমাগত ক্রমশের দিকে এগিয়ে চলে,
সাথে দু-মুঠো অন্ন আর একটু জল
দুপুরের বেদনায় বাবার ডাক
আমি ফিরে আসি,
সব রোদ আড়াল করা একবুক হাহাকার নিয়ে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।
Thank you for your article.Really thank you! Keep writing.