পোর্টজিন
রঞ্জন দাস-এর লেখা “বৃষ্টি হতে চাই”
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
বৃষ্টি ! আমায় সঙ্গী করে আকাশে ঘুরতে যাবি ?
বড়ো ইচ্ছে করছে তোর হাত ধরে ঝরতে…!
যেমন হঠাৎ জীবন থেকে সুখ ঝরিয়ে পরে
তেমনি কালো মেঘের থেকে মাটির বুকে পরতে ।
আমায় সঙ্গী করো,
আমি হতে চাই – কোনো এক চাতকের পিপাসা
নয়তো বৃষ্টি হয়ে পড়ি-
গাছের ধুলিমাখা পল্লবের উপর ।
নয়তো সমুদ্র হই-
কোনো এক উত্তপ্ত শুষ্ক ভূমির বুকে ।
হয়তো অসম্ভব ইচ্ছে এটা আমার !
তাতে ইচ্ছের-ই কি বা দোষ !
যদি পারো বৃষ্টি নিয়ে যেও আমায় –
না হয় ঝরার জন্যই একবার দেখি আকাশ টাকে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।