পোর্টজিন
“রথের মেলা” লিখেছেন অমিতা মোড়ল সরকার

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
আষাঢ় মানেই রথের মেলা
বৃষ্টি-রোদের চলছে খেলা,
বসলো মেলা পাড়ার মাঠে
মন বসে না আর যে পাঠে…!
হরেক রকম পসরা নিয়ে
সাজলো দোকান দু’ধার দিয়ে,
কেউ কিনে খায় পাঁপড় ভাজা
কেউবা মিঠে তিলের খাজা…!
কিনলো খোকা কাঠের ঘোড়া
খুকু নিলো পুতুল জোড়া,
মাটির কলসি মাটির হাঁড়ি
নিয়ে বধূ ফিরলো বাড়ি….!
ধরলো ঠাম্মা দাদুর পিছু
কিনবে শখের জিনিস কিছু,
মা বেছে নেয় শাঁখা-পলা
দিদুন কেনে কাঁঠাল কলা…!
হাসছে দিদি দোলনা চড়ি
টানছে বাবাও রথের দড়ি,
জয় জগন্নাথ যেইনা বলে
রথের চাকা ওমনি চলে…!!
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।