পোর্টজিন
দেবাশ্রিতা নাথ-এর লেখা “মুখোশের আড়ালে”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার অস্পষ্ট আঁধার,বুঝিবা রাত, কিন্তু হঠাৎ ই জোৎস্নার আলো চারিদিক ছেয়ে গেল, তবুও মনে বিষাদের স্বাদ! চোখ বুজতেই আলোর রেখাপাত হলো, শিহরণ, খালি মৃদু স্বর ভাসছে আসছি… আমি আসছি… চমকিয়ে, কে? দেখি আবার ও অন্ধকার কিন্তু দুরেই একটা মুখ ফ্যাকাশে, রহস্যময়, অচেনা কেমন জোর করে আমার দিকে চেয়েই আছে…. ভাবলাম ডাকি, ডাকলাম, হঠাৎ শরীর টা যেন ভেসে গেল, চলে গেল ওই অদৃষ্টের কাছে… অন্ধকারে জোৎস্নার আলোয় সেই মুখটা যাকে আমি দেখলাম মুখোশ তবে আড়ালে কে জানিনা হয়তো আমাকে সে চেনে, বলল ভালো থেকো.হঠাৎই ঘুম ভেঙে গেল, দেখলাম ঘড়িতে ৩ টে বাজে… খুব ভয় ই পেলাম, ভাবলাম কে আমায় ডাকলো, বলল ভালো থেকো কিন্ত আমি চিনি না.পাশে তাকিয়ে দেখলাম ব ই এর টেবিলের উপর ব ই খাতা ছড়ানো, টেবিল ল্যাম্প বন্ধ করতে ভুলে গেছি, দেখলাম একটা পাতা পড়ে আছে, ওপরেই আমার নাম লেখা আছে, পড়ে দেখলাম অনেকদিন দেখা হয়নি, তাই আজ তোমাকে দেখলাম, তোমার অনুসুয়া… মনে পড়ল সে যার আমাকে ছেড়ে যাওয়া পাঁচ বছর হয়ে গেল.সকালে ঘুম থেকে উঠে দেখি কিছুই নেই কোন লেখা নেই.তাহলে… কি হলো… বুঝতে পারলাম না. হয়তো ভাগ্য মিলিয়ে দিল আবার ভাবনার মাধ্যমে…।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।