Bengal Live portzine:

তুমি নারী, তাই কি তোমাতে মোহ,
নাকি মোহ অন্যকিছুর!
নাকি মোহ কিছু চাওয়া ও পাওয়ার আশার?
নাকি মোহ, শুধু এ বিরহের!
পৃথিবীতে তো কত গান কত শিল্পি!
তবু তোমার গাওয়া গানই কেন ভালো লাগে;
কেন ভালো লাগে .তোমার সুরেলা কন্ঠ?
বোধ হয় মৌমাছিরা মৌচাকের পথ ভুলে
তোমার গলায় তাদের রসদ ঢেলে দিয়ে যায়!
কত নামী-দামি পুরস্কারপ্রাপ্ত বাচিকশিল্পী রয়েছে,
তবু তোমার বলার ধরনই কেন ভালো লাগে,
বলতে পারো?
জানি উত্তর নেই তাই
তোমার গুণকে অতিরিক্ত বিশেষণ দিয়ে অতিরঞ্জিত করবো না।
শুধু বলবো ‘ভালো’।
আর ওই পাগলামি স্বভাবটা!
অনেকে হয়তো বলবে ‘কেমন যেন,’
কিন্তু আমি বলবো ‘ভালো’,’মিষ্টি’,’আমার প্রিয়’।
মিল-অমিলের সুতোয় তোমায় বাঁধবো না,
বাঁধতেই হলে ছেড়ে দেব খোলা আকাশের ভরসায়;
সেই পাগলামিতেই পাবে তুমি
নিজের মতো বাঁচার মন্ত্র॥
Back to top button