পোর্টজিন
রাখী সাহা সরকার-এর লেখা “নন্দনগ্রাম”

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
নন্দনে নন্দিত আনন্দিত ধাম
শহর ছেড়ে কিছু দূরে নন্দনগ্রাম।
প্রকৃতির আঁচল ঘেরা দৃষ্টি নন্দন
ধান শিষ মাথা নুয়ে করে সম্ভাষণ।
সারি সারি গাছেরা, রাস্তার দুধারে
স্বপ্নীল পরিবেশ আলো আর আঁধারে।
কংক্রিটে শাসিত মেঠো সরু রাস্তা
পরিবর্তন হয়েছে মানুষের অবস্থা।
চলে না গরুর গাড়ি, অদৃশ্য টাঙ্গা
কোঠা বাড়ি পেঁকে, হয়ে গেছে রাঙা।
ক্ষেতে ক্ষেতে দেখি না, টোঁকা ঢাকা মাথা
ট্রাকটর চষে যায়, লাগে না তো ছাতা।
মানুষেরা পাল্টায় নি, বদলেছে পরিবেশ
সুখ দুঃখের পাশাপাশি, আছে ওরা বেশ।
শহরমুখী যদিও আজ, কিছু গ্রামবাসী
প্রেরণায় ভরা আছে, প্রাণ খোলা হাসি।
শহুরে বদ্ধতা ছেড়ে, অনাবিল আনন্দ চাও?
তবে একবার হলেও নন্দনগ্রাম ঘুরে যাও।
মানুষ কেন মানুষ আছে, আন্তরিক গাঁয়েতে
সহজ বিশুদ্ধতার প্রলেপ, প্রকৃতির ছায়াতে।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।