
কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হলো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
Bengal Live রায়গঞ্জঃ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ফের কোভিড আতঙ্ক দেখা দিল রায়গঞ্জে। বৃহস্পতিবার কোভিড আক্রান্ত হয়ে বছর ৪৪ এর ওই ব্যক্তির মৃত্যু হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি ইটাহার ব্লকের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের ঘেরা এলাকায়৷ মৃতের আত্মীয় গোলাম মোর্তেজ জানিয়েছেন, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন রোগী। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মার্চ মাসের ২৯ তারিখে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ এপ্রিল রোগীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর কোভিড ওয়ার্ডে রোগীকে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা নাগাদ রোগীর মৃত্যু হয়।
এদিকে রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান সন্দিপ বিশ্বাস এই খবর পাওয়ার পরেই মেডিক্যাল কলেজে পৌঁছান। কোভিড প্রোটোকল মেনেই শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
You ought to be a part of a contest for one of the best sites on the internet. Im going to highly recommend this site!