শিলিগুড়ি স্থানান্তর করা হল সন্দীপ বিশ্বাসকে
করোনা আক্রান্ত রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাসকে শিলিগুড়িতে স্থানান্তর করা হল।
Bengal Live রায়গঞ্জঃ উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি স্থানান্তর করা হল রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাসকে। গত পাঁচ নভেম্বর থেকে জ্বর সহ অন্যান্য উপসর্গ দেখা দেয় চেয়ারম্যানের। এরপর বাড়িতেই তিনি হোম আইসোলেশনে ছিলেন। তবে গতকাল নিজেই চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর এদিন সকালে সন্দীপ বাবুকে শিলিগুড়ি স্থানান্তর করা হয়।
জানা গেছে, কো মর্বিডিটি থাকায় তাঁর চিকিৎসায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। মূলত উন্নত চিকিৎসার জন্যই এদিন সন্দীপ বিশ্বাসকে শিলিগুড়ি স্থানান্তর করা হয়েছে। এদিকে প্রতিদিনই শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে মাস্ক পড়ার প্রবণতাও কমছে বাসিন্দাদের। এদিন শহরের জনবহুল এলাকা গুলিতে ঘুরে দেখা যায় বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক।