রায়গঞ্জ

প্রশিক্ষণ ছাড়া বিষধর সাপ ধরতে গিয়ে বিপাকে রায়গঞ্জের যুবক

ইউটিউব ভিডিও দেখে সাপ ধরার কৌশল শিখেছেন বলে জানিয়েছেন ওই যুবক।

 

Bengal Live রায়গঞ্জঃ কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরতে গিয়ে বিপাকে রায়গঞ্জের যুবক। বিষধর কালাচ সাপের কামড় খেয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ ছেলেকে সাপ কামড়েছে জানতে পেরে চরম আতঙ্কে পরিবার। প্রশিক্ষণ ছাড়া সাপ ধরতে যাওয়াটা চরম মাতব্বরি বলছেন আক্রান্ত যুবকের বাবা। যদিও বিষধর কালাচ সাপ কামড়েছে কিনা তা বুঝতে পারেন নি ওই যুবক বলে দাবি। বিষয়টিকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর পিএফএ-এর জেলা সম্পাদক।

জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসবে দুয়ারে সরকার ক্যাম্প

জানা গেছে, রায়গঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ পন্ডিত। সৌরভ জানিয়েছেন, দিদির বাড়িতে সাপ ঢুকেছে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করতে যাই। কালাচ সাপটিকে উদ্ধার করে কৌটায় ঢোকানোর সময় মনে হয়েছে সাপটি কামড় দিয়েছে। যদিও সেই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। তবে কালাচ সাপের কামড়ের কোনও দাগ বোঝা না যাওয়ায় সন্দেহ আরও কিছুটা দৃঢ় হয়েছে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। সাপ ধরার কোনওরকম প্রশিক্ষণ কী রয়েছে? পিএফএ-এর মতন পশু প্রেমী সংস্থার সাথে কী সে যুক্ত? এমন প্রশ্নের উত্তরে সৌরভের দাবি, ইউটিউবে ভিডিও দেখেই সাপ ধরার কৌশল সে শিখেছে৷ কোনওরকম প্রশিক্ষণ সে নেয় নি৷ এমনকি কোনও সংস্থার সাথেও সে যুক্ত নয়৷

সৌরভের এমন কাজে চরম আতঙ্কে রয়েছেন তার বাবা নারায়ন পন্ডিত৷ তিনি বলেন, এগুলো ভীষণ রকমের মাতব্বরি৷ কোনওরকম প্রশিক্ষণ না নিয়ে এমন কাজ করা কোনও ভাবেই ঠিক হয়নি৷ পুরো বিষয়টি নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ডালখোলায় NBSTC-এর আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরির প্রস্তাব

এদিকে প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর পিএফএ-এর জেলা সম্পাদক গৌতম তান্তিয়া৷ বন দপ্তরের অনুমতি ও বিশেষ প্রশিক্ষণ ছাড়া সাপ ধরা আইনত অপরাধ৷ এমন কাজ কেউ যেন না করে সেই বিষয়ে সতর্ক করেছেন তিনি৷ পাশাপাশি কালাচ অন্যতম বিষধর সাপ বলে জানিয়েছেন গৌতম বাবু। এই সাপ কামড়ালে শরীরে কোনও রকম দাগ বোঝা যায় না বলেও জানিয়েছেন তিনি৷ অত্যন্ত বিষধর হওয়ার কারণে সঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু অবধারিত বলেও মত প্রকাশ করেন তিনি।

Related News

Back to top button