
প্রশাসনিক বৈঠক করতে রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী।
Bengal Live রায়গঞ্জঃ প্রশাসনিক বৈঠক করতে রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর রায়গঞ্জে এসে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গেছে, ওইদিনই দুপুরে কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার হেলিকপ্টারে কলকাতা থেকে রায়গঞ্জ এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ বেলা তিনটা নাগাদ কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। রায়গঞ্জে রাত্রীবাস করতে পারেন তিনি। তবে গঙ্গারামপুরেও তাঁর একটি বৈঠক থাকায়,এই বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
I must thank you for the efforts youve put in writing this site. Im hoping to check out the same high-grade blog posts from you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own site now 😉