রায়গঞ্জে আরও এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির
রায়গঞ্জে আরও এক পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের ৩ নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পাঁচ জন সদস্য যোগ দিলেন তৃণমূলে।
Bengal Live রায়গঞ্জঃ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রায়গঞ্জ ব্লকের ৩ নং মহীপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সহ ৫ জন পঞ্চায়েত সদস্য। বিজেপির দখলে থাকা ৩ নং মহীপুর গ্রামপঞ্চায়েত মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এল বলে দাবি নেতৃত্বের।
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ ব্লকের ৩ নম্বর মহীপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। মোট ১৮ সদস্যের পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল ১১ টি আসন, তৃণমূল কংগ্রেস ৫ টি এবং সিপিএম-কংগ্রেস জোট পেয়েছিল ১ টি আসন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই একে একে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতে ভাঙন শুরু হয়। এদিন রায়গঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত ৩ নং মহীপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস। বিজেপির উপপ্রধান সহ চারজন এবং জোটের ১ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে বিজেপি বোর্ডের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নেয়।
এবার দিঘা সফরেও বাধ্যতামূলক কোভিড টেস্টের রিপোর্ট, নির্দেশিকা জারি প্রশাসনের
এরফলে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জন, বিজেপির সদস্য সংখ্যা কমে হলো ৬ জন। তৃণমূল কংগ্রেসে যোগদানকারী দলত্যাগী বিজেপির উপপ্রধান জানিয়েছেন, বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব এবং অযোগ্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁরা। রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসার পর দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। গ্রামের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই পঞ্চায়েতের বোর্ড পরিবর্তন করলেন মহীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।