রায়গঞ্জ

প্রবল স্রোতে ভেসে গেল রাস্তা, ফের বন্যার ভ্রুকুটি রায়গঞ্জে

প্রবল বৃষ্টি। জল বাড়ছে নদীতে। জলের স্রোতে ভেসে গেল রাস্তা। বন্যার ভ্রুকুটি রায়গঞ্জে। চরম দুর্ভোগে সাধারণ বাসিন্দারা৷

Bengal Live রায়গঞ্জঃ উত্তরে প্রবল বৃষ্টি। জল বাড়ছে উত্তর দিনাজপুর জেলার নদীগুলিতে। কুলিক ও নাগর নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে কাঞ্চন নদীর জলের স্রোতে ভেসে চলে গেল অস্থায়ী রাস্তা৷ চরম দুর্ভোগে রায়গঞ্জ ব্লকের পাঁচটি অঞ্চলের কয়েক হাজার মানুষ। রাস্তা ভেসে যাওয়ায় উদ্বিগ্ন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা এলাকার মানুষ। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে গ্রামের বাসিন্দারা নিজেরাই অর্থ সংগ্রহ করে নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু করেছেন।

জানা গিয়েছে, বুধবার থেকে কাঞ্চন নদীতে জল বাড়তে শুরু করেছে৷ জলের স্রোতে আচমকাই ভেসে যায় মহারাজা এলাকার একটি অস্থায়ী রাস্তা। রাস্তাটি জলের তোড়ে ভেসে যাওয়ায় রায়গঞ্জ ব্লক সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাঁচটি পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দাদের।

এদিকে জলের তোড়ে রাস্তা ভেসে যাওয়ার ঘটনার পর প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও স্থানীয় রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা রায়গঞ্জ ব্লক বা জেলা প্রশাসনের কোনও আধিকারিকের দেখা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা সাধন কুমার রায়ের অভিযোগ, নদীর জলে রাস্তা ভেসে গিয়েছে৷ ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেখানেও রোজ প্রচুর রোগীর যাতায়াত। কিন্তু এখনও পর্যন্ত সরকারি কোনও আধিকারিকের দেখা মেলেনি এলাকায়৷ ফলে পায়ে হেঁটে চলাচলের উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আমরা নিজেরা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি।

Related News

Back to top button