গ্যাস পাইপ লাইন সিস্টেম ইন্সটলেশনের কাজ শুরু রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে

এতোদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হতো। এই সিস্টেম ইন্সটলেশনের কাজ শেষ হলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সরাসরি অক্সিজেন পরিষেবা পাবে রোগীরা
Bengal Live রায়গঞ্জঃ গ্যাস পাইপ লাইন সিস্টেম ইন্সটলেশনের কাজ শুরু হলো রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। লেবাররুম ও অপারেশন থিয়েটার, সার্জিক্যাল ওয়ার্ড পুরুষ – মহিলা মেডিসিন ওয়ার্ড, , প্রসূতি, ইএনটি ও অর্থোপেডিক ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডেই মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেম চালু হবে শীঘ্রই। ফলে সিলিন্ডারের পরিবর্তে সরাসরি প্রতিটি বেডেই যুক্ত হচ্ছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুধু অক্সিজেনই নয়, অপরাশেন সহ অন্যান্য কাজে ব্যবহৃত নাইট্রাস অক্সাইড, মেডিক্যাল এয়ার ও সার্জিক্যাল এয়ার পরিষেবাও এই পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে প্রয়োজনীয় ওয়ার্ড গুলিতে।
এতোদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হতো। ওয়ার্ডের পাশাপাশি অপারেশন থিয়েটার, লেবার রুমেও এই পদ্ধতিতে অক্সিজেন সহ অন্যান্য গ্যাস সরবরাহ করার প্রচলন ছিল। এরফলে অক্সিজেন সিলিন্ডারের অভাবে অনেক সময়ই রোগীদের সমস্যার মধ্যে পড়তে হতো। তবে গ্যাস পাইপ লাইন সিস্টেম বসানোর কাজ শেষ হলে সব সমস্যার সমাধান হবে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে।
হাসপতাল স্বাস্থ্যকর্মী সংগঠনের সভাপতি প্রশান্ত মল্লিক বলেন, বিগত কয়েকদিন থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের ইঞ্জিনিয়াররা গ্যাস পাইপ লাইন সিস্টেমের কাজ শুরু করেছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের এই নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজও শেষ হয়েছে।