রায়গঞ্জ

১২৬৯ জন হকারকে আর্থিক সাহায্য কালিয়াগঞ্জ পুরসভার

কর্মহীন হয়ে পড়া হকারদের এককালীন আর্থিক সাহায্য কালিয়াগঞ্জ পুরসভার।

 

Bengal Live কালিয়াগঞ্জঃ ১২৬৯ জন হকারের হাতে এককালীন আর্থিক সাহায্য তুলে দিলো কালিয়াগঞ্জ পুরসভা। করোনার জেরে রাজ্য জুড়ে লাগু রয়েছে কড়া বিধিনিষেধ। কার্যত লকডাউনের জেরে কর্মহীন বহু মানুষ। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এককালীন ২০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে কিছুটা স্বস্তিতে শহরের হকাররা৷

জানা গেছে, ২০২০ সালে লকডাউনের সময়ই শহরের হকারদের একটি তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দেয় নবান্ন। সেই মোতাবেক তৎকালীন পুরসভা কর্তৃপক্ষ ১২৬৯ জন হকারের নামের তালিকা তৈরি করে তা নবান্নে পাঠায়। কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য কমল ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনের আগেই পুরসভাকে টাকা পাঠিয়েছিল রাজ্য। তবে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার কারণে কর্মসূচি সাময়িক বন্ধ রাখা হয়৷ বৃহস্পতিবার থেকে হকারদের ব্যাঙ্ক একাউন্টে দুই হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে।

Related News

Back to top button