রায়গঞ্জ
রাধিকাপুর-কলকাতা সহ সোমবার বাতিল একগুচ্ছ ট্রেন

আইনশৃঙ্খলা অবনতির জেরে সোমবারও বাতিল একগুচ্ছ আপ ও ডাউন ট্রেন। চলবে না রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেনও।
Bengal Live রায়গঞ্জঃ আইন শৃঙ্খলা অবনতির জেরে সোমবারও চলবে না রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন। বাতিল আরও একগুচ্ছ ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস,কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস,হাওড়া-কাটিহার,নবদ্বীপ ধাম-মালদা সহ একাধিক আপ ট্রেন বাতিল করা হয়েছে।
এদিকে একাধিক ডাউন ট্রেনও বাতিল হয়েছে সোমবার৷ আজিমগঞ্জ-হাওড়া কাবি গুরু এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন বাতিলের তালিকায় রয়েছে বলে খবর।