রায়গঞ্জ

শুক্রবারও বাতিল রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন

শুক্রবারও বাতিল আপ ও ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস। বিপাকে যাত্রীরা৷

Bengal Live রায়গঞ্জঃ শুক্রবারও বাতিল রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন। রেল সূত্রে খবর, NRC ও CAA বিরোধী আন্দোলনের জেরে কুমেদপুর – মালদা টাউন সেকশনে রেল লাইন ও সিগন্যালিং সিস্টেম ক্ষতিগ্রস্ত থাকার কারণে ২০ ডিসেম্বর, শুক্রবারও বাতিল করে দেওয়া হলো রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন ট্রেন। এই নিয়ে একটানা ছয়দিন ট্রেন বাতিল থাকার কারণে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা।

Related News

Back to top button