রায়গঞ্জ

রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস দ্রুত চালুর দাবি, ডিআরএম-কে চিঠি রায়গঞ্জ পুরপতির

রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু করার দাবি জানিয়ে ডিআরএমকে চিঠি দিলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস৷

Bengal Live রায়গঞ্জঃ রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু করার দাবি জানিয়ে ডিআরএমকে চিঠি দিলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস৷ সোমবার রায়গঞ্জ স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএমের কাছে দাবিপত্র পৌঁছে দেন পুরপতি।

NRC ও CAA বিরোধী আন্দোলনে হিংসার জেরে গত ১৪ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে রাধিকাপুর-কলকাতা আপ ও ডাউন এক্সপ্রেস ট্রেন। ফলে চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জ তথা জেলার রেলযাত্রীরা। রেল সূত্রে জানা গেছে আগামী ২৪ ডিসেম্বরেও বাতিল করা হয়েছে এই ট্রেন। ফলে বিগত দশ দিন থেকে চরম সমস্যার মুখে রায়গঞ্জ মহকুমা এলাকার বাসিন্দারা। ঠিক কবে থেকে ট্রেন চালু হবে সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর মেলেনি রেলের পক্ষ থেকে। এরপরেই এদিন দ্রুত এই পরিষেবা চালু করার দাবি জানিয়ে ডিআরএম-কে চিঠি দেন পুরপতি সন্দীপ বিশ্বাস৷

Related News

Back to top button