রায়গঞ্জ

বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও তক্ষক সহ গ্রেপ্তার এক রায়গঞ্জে

বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও বিরল প্রজাতির দুটি তক্ষক সহ গ্রেপ্তার এক। আন্তর্জাতিক পাচার চক্রের যোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ও বিরল প্রজাতির দুটি তক্ষক সহ গ্রেপ্তার এক। রবিবার সকালে রায়গঞ্জ থানার বাজেতপুর এলাকা থেকে পাচারকারীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়গঞ্জ থানার পুলিশের এই সাফল্যের কথা জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকেই কালিয়াগঞ্জের বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ৷ এরপর এদিন সকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ হাতেনাতে ধরা পড়ে নজরুল ইসলাম। মাদকের পাশাপাশি দুটি বিরল প্রজাতির তক্ষকও মিলেছে নজরুল ইসলামের কাছ থেকে।

উদ্ধার হওয়া বিরল প্রজাতির তক্ষক।

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, দুই হাজার ইয়াবা ট্যাবলেট, ১০৮ গ্রাম ব্রাউন সুগার, দুটি ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে নজরুল ইসলামের কাছ থেকে৷ এছাড়াও বিরল প্রজাতির দুটি তক্ষক মিলেছে ধৃত ব্যক্তির কাছ থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা, ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। এদিকে উদ্ধার হওয়া তক্ষকের বাজার মূল্য ৫০ লক্ষাধিক টাকা।

ব্রাউন সুগার এই এলাকায় আগে উদ্ধার হলেও নিষিদ্ধ মাদক ইয়াবা এই প্রথমবার রায়গঞ্জ থেকে উদ্ধার হয়েছে। পুলিশের তদন্তকারী অফিসারেরা জানাচ্ছেন, বাংলাদেশে এই ইয়াবা ট্যাবলেটের বিপুল চাহিদা রয়েছে। মায়ানমার থেকে এই ট্যাবলেটগুলি আনা হয়৷ এদিকে চীন দেশে তক্ষকের চাহিদা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত ব্যক্তিকে জেরা করে এই পাচারচক্রের সাথে আর যারা জড়িত আছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আন্তর্জাতিক পাচার চক্রের যোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

Related News

Back to top button