রায়গঞ্জ

গান্ধী জয়ন্তীর দিনে রায়গঞ্জে স্থাপিত হবে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি

২০১৯ সালের ২৪ অক্টোবর রাজনৈতিক গুরুকে শ্রদ্ধা জানাতে রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারী প্রিয়রঞ্জন দাসমুন্সির একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করেন।

Bengal Live রায়গঞ্জঃ কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে। শিলিগুড়ি মোড়ে আগামী শুক্রবার অর্থাৎ ২রা অক্টোবর প্রয়াত নেতার মূর্তি স্থাপন করা হবে৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন রায় মূর্তি উন্মোচন করবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস৷ উদ্বোধনের আগে এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি৷

এবার পুজোয় কী করা যাবে, আর কী করা যাবে না জানিয়ে দিল রাজ্য সরকার

২০১৭ সালের ২০ নভেম্বর দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সি। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে রায়গঞ্জ পুরসভা জননেতার মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল, ধূতি পাঞ্জাবি পরিহিত একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরপর প্রায় দুই বছর কেটে গিয়েছে। অবশেষে আগামী শুক্রবার রায়গঞ্জে উন্মোচিত হতে চলেছে প্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্ণাবয়ব মূর্তি। প্রিয় নেতার প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস।

Related News

Back to top button