রায়গঞ্জ
৬২ তম বছরে ‘ভক্তিতেই শক্তি’ থিম অমর সুব্রতের
৬২ তম বছরে ‘ভক্তিতেই শক্তি’ থিম অমর সুব্রতের
Bengal Live রায়গঞ্জঃ ৬২ তম বছরে ‘ভক্তিতেই শক্তি’ বিষয়টিকে থিম করে পূজার আয়োজন করল রায়গঞ্জের অমর সুব্রত ক্লাব। ৪০ ফুট উঁচু, ৩৫ ফুট চওড়া মন্ডপ প্রস্তুত করছে শহরের এই বিগ বাজেটের পূজা। বাঁশ, কাঠ, প্লাইউডের পাশাপাশি মন্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে স্টিলের পাত। মন্ডপের ভিতর ও বাইরে থাকছে স্টিলের পাতের উপর কারুকার্য। থাকছে শতাধিক কুলো। ‘ভক্তিতেই শক্তি’ থিমের সাথে মানানসই নবদ্বীপের কুমোরটুলির সাবেকি দুর্গাপ্রতিমা প্রস্তুত করছে অমর সুব্রত। পাশাপাশি নবদ্বীপের ডিজিটাল আলোয় নানান দৃশ্য ফুটিয়ে তোলা হবে বলে জানানো হয়েছে পূজা কমিটির পক্ষ থেকে। পঞ্চমিতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে অমর সুব্রতের পক্ষ থেকে।