রায়গঞ্জ

উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনে খাতা খুলল পদ্মফুল, দখল করল তৃণমূল

উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনে খাতা খুলল পদ্মফুল, দখল করল তৃণমূল

Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনে খাতা খুলল বিজেপি। ১৭ আসন বিশিষ্ট উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের দুটি আসনে জয় লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থী। এদিকে ১২ টি আসনে জয় লাভ করে বার অ্যাসোসিয়েশন দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ৩ টি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে।

বামেরা একটিও আসনে প্রার্থী না দেওয়ায় এবারের বারের ভোটে ছিল ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস ও বিজেপি ১৭ টি আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ১২ টি আসনে লড়াই করে।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বামেদের জন্য পাঁচটি আসন ছেড়ে ১২ আসনে তারা প্রার্থী দিয়েছে। যদিও শেষ পর্যন্ত একটিও আসনে মনোনয়ন জমা দেয়নি বামেরা। ফলে জোট এক প্রকার হয়নি বলেই ধরে নেওয়া যায়। তবে বামেদের ভোট কোন দিকে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বারের ভোটে যে দুজন প্রার্থীকে জিতিয়ে খাতা খুলল বিজেপি তাঁরা হলেন অর্ধেন্দু শেখর দাস ও অনিমেষ রায়।
আর তৃণমূলের জয়ীরা হলেন — শুভাশিস পাল, দেবাশিস গুহ, সুব্রত বসাক, বদরুল জামান আদিল, অজয় কুমার দাস, অসীম কুমার রায় , সায়ন চৌধুরী, স্বরূপ বিশ্বাস, শুভদীপ মুখার্জী, দীপ্তেশ ঘোষ , দীপক দাস ও অমর সাহা। তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছেন স্বরূপ বিশ্বাস।

Related News

Back to top button