রায়গঞ্জ

কাউন্সিলরের বিরুদ্ধে নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ, তীব্র উত্তেজনা রায়গঞ্জে

নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জের মিলনপাড়া এলাকায়৷ বাসিন্দাদের তীব্র ক্ষোভ। বিজেপির চক্রান্ত বলছেন কাউন্সিলর।

Bengal Live রায়গঞ্জঃ কাউন্সিলরের বিরুদ্ধে নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ করার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে৷ মঙ্গলবার রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড ঘটে। সমস্ত খাদ্য সামগ্রী মাটিতে ছুড়ে ফেলে দেন ওয়ার্ডের উত্তেজিত বাসিন্দারা৷ কাউন্সিলর পুষ্পা মজুমদারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর পুষ্পা মজুমদার।

মঙ্গলবার বিকালে মিলনপাড়ার দুর্গা মন্দিরের সামনে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুষ্পা মজুমদার ও তাঁর দলের কর্মীরা এলাকার দুস্থ বাসিন্দাদের হাতে ২ কেজি করে চাল, সোয়াবিন, আলু বিতরণ করেন। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের চাল, পচা দুর্গন্ধযুক্ত সোয়াবিন দেওয়া হয়েছে তাঁদের। যা খাবার হিসেবে একেবারে অযোগ্য। নিম্নমানের খাদ্যসামগ্রী হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডের বাসিন্দারা। খাদ্যসামগ্রী সেখানেই মাটিতে ফেলে দিয়ে কাউন্সিলর পুষ্পা মজুমদারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তা গরু ছাগলেই খাবে না। মানুষ কীভাবে এগুলো খাবে ? এইসব চাল ও সোয়াবিন খেলে মানুষের মৃত্যু হবে বলে দাবি করেন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুষ্পা মজুমদার বলেন, কোনও খাদ্যসামগ্রী নিম্নমানের ছিল না। খাবারে পোকা থাকলে প্যাকেট করার সময় দেখা যেত। কিন্তু আমার কোনও কর্মীই তা বলেননি। পুরো ঘটনাটিতে বিজেপির চক্রান্ত রয়েছে বলে দাবি করেন পুষ্পা দেবী।
অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।

Related News

Back to top button