রাজ্য

চার থানার বর্ডার এলাকায় ১৪৪ ধারা জারি উত্তর দিনাজপুরে

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুর জেলার চার থানা এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

 

Bengal Live ইসলামপুরঃ ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুর জেলার চার থানার বর্ডার এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। ২৫ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা বলে জানা গেছে। সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর ও করণদিঘি থানার বর্ডার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আট কিলোমিটার পর্যন্ত এলাকায় সমস্ত ধরণের যান চলাচল সহ অন্যান্য গতিবিধির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অনুমতি ছাড়া ওই সময়কালে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্ম রুখতেই বিএসএফের আর্জি মেনে ১৪৪ ধারা জারি করেছে ইসলামপুর মহকুমা প্রশাসন। সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মহকুমা প্রশাসনের পাশাপাশি প্রচার শুরু করেছে বিএসএফও।

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button