ইসলামপুর

ইভটিজিং  : গার্লস স্কুল এলাকা থেকে ধৃত হাফ ডজন রোমিও

গার্লস স্কুল এলাকা থেকে ধৃত হাফ ডজন রোমিও

Bengal Live ইসলামপুরঃ গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে ছয় রোমিওকে আটক করল ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে স্কুল সংলগ্ন এলাকায় আচমকাই ইসলামপুর থানার পুলিশ হানা দিলে ওই ছয় যুবককে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।

অভিযোগ, মেয়েদের স্কুল সংলগ্ন এলাকায় ওই যুবকদের দীর্ঘদিন ধরেই আড্ডা চলত। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদেরকে উত্যক্ত করাই ছিল তাদের কাজ। প্রায়শই নানা রকমের কটূক্তি করে স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করতো বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে বেশ কিছুদিন থেকেই সরব হয়েছেন ছাত্রীদের অভিভাবকরা। ইসলামপুর থানাতেও জানানো হয়েছিল বলে অভিভাবকদের দাবী।

ইভিটিজিং-এর অভিযোগ পেয়েই মঙ্গলবার গার্লস স্কুল সংলগ্ন এলাকায় যায় ইসলামপুর থানার পুলিশ। সেখানেই হাতানাতে পুলিশের হাতে ধরা পড়ে ওই রোমিওরা।

Related News

Back to top button