ইসলামপুর

অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার উত্তর দিনাজপুরে

ক্ষত বিক্ষত যুবকের মৃতদেহ উদ্ধার। পাটোয়া গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন ওই যুবককে আগে কখনও ওই এলাকায় দেখা যায় নি।

Bengal Live ইসলামপুরঃ অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাটোয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধান কাটার জন্য একদল শ্রমিক মাঠে যাওয়ার পথে জমিতে ক্ষত বিক্ষত ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরেন। তারা ছুটে গিয়ে গ্রামবাসীদের খবর দেয়। শয়ে শয়ে মানুষ এসে ভীড় জমায়। কিন্তু কেউই চিনতে পারেনি ওই অজ্ঞাত পরিচয় মৃত যুবকটিকে।

উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বিহার রাজ্য লাগোয়া পাটোয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্কও ছড়িয়েছে। এলাকাবাসীর অনুমান দুষ্কৃতীরা অন্য কোথাও ওই যুবককে খুন করে এখানে ফেলে দিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই গোয়ালপোখর থানার পুলিশকে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

Related News

Back to top button