রায়গঞ্জ

কালিয়াগঞ্জ জয়ের পর তৃণমূলের টার্গেট উত্তর দিনাজপুরের তিন পুরসভা

“বিজয় মিছিল নয়, নম্রতার সাথে মানুষের কাছে মাথা নত করতে হবে৷” রবিবার কালিয়াগঞ্জের বিজয় সভায় দলনেত্রীর এই বার্তা কর্মীদের কাছে পৌঁছে দিলেন পরিবহন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

Bengal Live রায়গঞ্জঃ কালিয়াগঞ্জ বিধানসভার পর এবার জেলার তিন পুরসভার দিকে নজর তৃণমূলের। রবিবার কালিয়াগঞ্জে তৃণমূলের বিজয় সভার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তা পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর এদিনই প্রথম জেলায় এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ কালিয়াগঞ্জ নাটমন্দির মাঠে এদিন বিজয় সভায় যোগ দেন মন্ত্রী।

বিজয় সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অমল আচার্য, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কালিয়াগঞ্জের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। এই জয় কালিয়াগঞ্জবাসীর জয়। দলের কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রতিটি মানুষের সাথে সংযোগ রেখে তাঁদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পুরসভার ভোটকে মাথায় রেখে শুভেন্দু অধিকারী বলেন, ২০২০ সালে জেলার তিন পুরসভায় নির্বাচন। ডালখোলায় ইতিমধ্যেই প্রশাসক বসেছে। জানুয়ারি মাস থেকে কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সম্মেলন করা হবে। পুর ভোটকে সামনে রেখে দলীয় কর্মীদের মন্ত্রীর পরামর্শ, যাঁরা আমাদের এবারেও ভোট দেননি বা যাঁরা এখনও বিজেপি করছেন তাদের শত্রু নয়,বন্ধু ভেবে তাঁদের কাছে টানতে হবে।

Related News

Back to top button