অনুমতি ছাড়াই ডালখোলায় অভিনন্দন যাত্রা বিজেপির, নেতৃত্বে দিলীপ-দেবশ্রী

পুলিশের অনুমতি ছাড়াই কয়েক হাজার বিজেপি কর্মী সর্মথককে নিয়ে অভিনন্দন যাত্রা করল বিজেপি। একদলীয় গণতন্ত্র চলছে বলে অভিযোগ করলেন দিলীপ ঘোষ।
Bengal Live ডালখোলাঃ অনুমতি ছাড়াই ডালখোলায় অভিনন্দন যাত্রা করল বিজেপি। CAA-এর সমর্থনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক অভিনন্দন যাত্রায় সামিল হন। বিজেপির এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। অভিনন্দন যাত্রা শেষে আসন্ন ডালখোলা পুরসভা ভোট নিয়ে জেলা বিজেপির কার্যকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। ডালখোলা কলেজ মোড় থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা শুরু হয়ে ডালখোলা শহরের তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করে রেলগেটে গিয়ে শেষ হয়।
অভিনন্দন যাত্রার মাঝে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাস্তুহারাদের নিয়ে শুধু ভোটের মিছিল করেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার দাবি কোনওদিন ওঁরা তোলেনি। আজ আমরা যখন আপনাদের নাগরিকত্ব দিতে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস , সিপিএম, কংগ্রেস তখন বিরোধীতা করছে।
বক্তব্যের মাঝে পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপির নেতা কর্মীদের যেইসব পুলিশ কেস দিয়েছেন, ক্ষমতায় আসার পর মামলার খরচের টাকা পুলিশের পেনশন থেকে তুলবো। তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি বিক্রি করে মামলার টাকা তোলা হবে।
অভিনন্দন যাত্রার শুরুতে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রা নিয়ে পুলিশের অনুমতি নে মেলার প্রসঙ্গে তাঁক জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুলিশ কোথাও আমাদের অনুমতি দিচ্ছে না। কিন্তু আমরা তাও যাত্রা করছি। এখানকার গণতন্ত্র একদলীয়। শুধু তৃণমূলের জন্য রয়েছে আর কারোর জন্য নয়। এই ধরণের গণতন্ত্র আমরা মানিনা।