অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কুলিক পক্ষীনিবাস

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস। বিজ্ঞপ্তি জারি করে এইকথা ঘোষণা করেছে বন দপ্তর।
Bengal Live রায়গঞ্জঃ নোভেল করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস। বিজ্ঞপ্তি জারি করে এইকথা ঘোষণা করেছে বন দপ্তর। রাজ্য বন বিভাগের পক্ষ থেকে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পক্ষীনিবাস বন্ধ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এদিকে গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া ন্যাশনাল পার্কও বন্ধ রাখা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। মানুষের জমায়েত রুখতেই মূলত এই পদক্ষেপ গ্রহণ করেছে বন দপ্তর।
করোনা ভাইরাসের জেরে ব্যাপক ক্ষতির মুখে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিঙ পাহাড়। পাশ্ববর্তী সিকিমও পর্যটকদের আসা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর জেরে গাড়ি ব্যবসা, হোটেল ব্যবসায় ব্যাপক ক্ষতির মুখে। তবে ক্ষতিকে মেনে নিয়ে ব্যবসায়ীদের দাবি, করোনা ভাইরাস রুখতে সরকারের এই পদক্ষেপে তাঁদের কোনও সমস্যা নেই। বরং সরকারের এই সিদ্ধান্তে বৃহৎ ক্ষতির হাত থেকে রেহাই মিলছে।
কুলিক পক্ষীনিবাসে এই মুহূর্তে কোনও পরিযায়ী পাখির দেখা না মিললেও এমু, টার্কি, নীলগাই সহ বিভিন্ন প্রজাতির দেশী-বিদেশী মাছ দেখতে মানুষ ভীড় জমান রোজ। ফলে ব্যাপক জমায়েত হয় পক্ষীনিবাসে। ফলে করোনা ভাইরাসে ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। বন সূত্রে জানা গেছে, মূলত করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকেই পক্ষীনিবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।