রায়গঞ্জ

উত্তর দিনাজপুরে পদত্যাগ করলেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি

তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতার পদত্যাগ। দল ও সংগঠনের প্রতি ক্ষোভ। তবে কি উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হল ভাঙন ?

 

Bengal Live হেমতাবাদঃ দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করলেন হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সুশোভন গুপ্ত। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুপ করের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি৷ তাঁর পদত্যাগের ফলে জেলাস্তরেও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনে ভাঙন শুরু হল বলে রাজনীতির কারবারিরা অনেকে মনে করছেন। যদিও পদ ছাড়লেও সংগঠন বা দল ছাড়ার কথা বলেননি সুশোভন। তবে বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের দাবি, শুধু সুশোভন গুপ্তই নয়, বহু তৃণমূল কংগ্রেস নেতা দল ছাড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতৃত্বের দাবি, দলেই থাকছেন সুশোভন গুপ্ত।

২০১৭ সাল থেকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন সুশোভন গুপ্ত। তাঁর অভিযোগ, ইদানিং দল এবং তাঁর সংগঠন তাঁকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। দলের কোনও মিটিং মিছিলে তাঁকে ডাকা হচ্ছে না। জেলা কমিটিও তাঁকে এড়িয়ে চলছে। এমনই অভিযোগে সরব হয়ে বৃহস্পতিবার হেমতাবাদে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন সুশোভন গুপ্ত। তবে পদ ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি তিনি।

সুশোভন গুপ্তর পদত্যাগ প্রসঙ্গে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, শুধু সুশোভন বাবুই নন, এরাজ্যে আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, এটা বুঝতে পেরে একে একে সবাই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসবে।

বিষয়টি নিয়ে সুশোভন গুপ্তের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অনুপ কর। তাঁর দাবি, সুশোভনের সাথে কথা হয়েছে সে দলে থেকেই কাজ করবে বলে জানিয়েছে।

Related News

Back to top button