ইটাহারে কর্ম নিশ্চয়তার দাবিতে আন্দোলন MGNREGS প্রকল্পের কর্মীদের

ইটাহার বিডিও অফিসে বিক্ষোভ MGNREGS প্রকল্পের কর্মীদের। কর্ম বিরতি রেখে দীর্ঘক্ষণ আন্দোলন তাঁদের।
Bengal Live ইটাহারঃ মূলতঃ দুই দফা দাবিতে ইটাহার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করলেন MGNREGS প্রকল্পের কর্মীরা। মঙ্গলবার কর্ম বিরতি রেখে ইটাহার বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। এরপর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা ও ষষ্ঠ পে কমিশন মেনে প্রত্যেক পদের যোগ্যতা অনুযায়ী বেতনক্রম নির্ধারণ করার দাবি জানানো হয়েছে এদিন। ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার জানিয়েছেন, স্মারকলিপি তিনি পেয়েছেন এবং দাবিপত্রটি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।
এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন মোস্তাক হোসেন, জয়তী মজুমদার, অশোক দেবনাথ, মানস মজুমদার সহ অন্যান্যরা