রায়গঞ্জ

সরকারের ঘরে ধান বিক্রির পর টাকা না মেলায় রায়গঞ্জে বিক্ষোভ কৃষকদের

ধান বিক্রি করার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস। কিন্তু মেলেনি টাকা। বারংবার দপ্তরে এসেও লাভ হয়নি। রায়গঞ্জে বিক্ষোভ কৃষকদের।

 

 

Bengal Live রায়গঞ্জঃ সরকারি মূল্যে ধান বিক্রি করার পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেলেনি টাকা। সাত দিনের মধ্যে টাকা ব্যাঙ্কের একাউন্টে ঢোকার কথা থাকলেও টাকা না মেলায় বিক্ষোভ কৃষকদের। বুধবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেড দপ্তরে।

কৃষকদের অভিযোগ, ২০২০ সালের ৩০ ডিসেম্বর সরকারি মূল্যে তাঁরা ধান বিক্রি করেছেন। কেউ ১৮ কুইন্টাল, কেউ ২০ কেউ বা তারও বেশি পরিমাণ ধান বিক্রি করেছেন সরকারকে। কিন্তু সাতদিনের মধ্যে তাঁদের প্রাপ্য টাকা ব্যাঙ্কের একাউন্টে আসার কথা থাকলেও এখনও মেলেনি সেই টাকা।

বিক্ষোভকারী কৃষকদের মধ্যে অন্যতম সাজ্জাদ আলি বলেন, প্রায় সাত দিনের নাম করে দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনও টাকা মিলছে না। বারংবার অফিসে এসে যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। সেই কারণে এদিন তাঁরা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে সেই টাকা মেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন বলেও জানিয়েছেন সাজ্জাদ আলি।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম লিমিটেডের আধিকারিক মনোজ দত্ত জানিয়েছেন, বিভিন্ন ব্যাঙ্ক একত্রে মিলিত হয়ে যাওয়ার কারণে আইএফএসসি কোড বদলাচ্ছে। যার কারণে কৃষকদের টাকা এখনও দেওয়া সম্ভব হয়নি। এই সমস্যার মধ্যে রয়েছেন জেলার প্রায় ৬০ জন কৃষক। নির্বাচন ঘোষণা হয়ে গেলেও কৃষকরা তাঁদের প্রাপ্য টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি।

Related News

Back to top button