Archiveফটো গ্যালারি
নন্দনের আয়োজনে অর্কিড প্রদর্শনী রায়গঞ্জে, ফুলের জলসায় মানুষের ঢল
Nblive[metaslider id=13108]
Nblive রায়গঞ্জঃ তিনদিন ব্যাপী নন্দন পরিচালিত অর্কিড প্রদর্শনী শুরু হল রায়গঞ্জে। উত্তরবঙ্গের সমতলে প্রথম এই প্রদর্শনীতে রয়েছে আট রকমের অর্কিড। রায়গঞ্জের এবিটিএ হলে এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রদর্শনীর উদ্যোক্তাদের অন্যতম নীলোৎপল সরকার বলেন,
ফেলোনপসিস, ভ্যান্ডা,ওন্সিডিয়াম, ডেনড্রোবিয়াম, লেডিস স্লিপার সহ বেশ কয়েক রকমের অর্কিড এই প্রদর্শনীতে রয়েছে। নীলোৎপল বাবুর দাবি, এক সময় রায়গঞ্জেও বহু রকমের অর্কিড দেখা যেত। কিন্তু পুরোন গাছ কেটে ফেলার কারণে আজ অর্কিডের দেখা মেলে না। এছাড়াও অর্কিডকে না চিনেই অনেকে পরজীবী ভেবে তা উপড়ে ফেলে। এই প্রদশর্নীতে এসে মানুষ অর্কিডের বিভিন্ন প্রজাতি চিনতে পারবেন এবং তা রক্ষণাবেক্ষণ করতে পারবেন। উত্তরবঙ্গে সমতলে প্রথম এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত বলে জানান তিনি।