Archiveউৎসব

যানচলাচলে নিষেধাজ্ঞা রায়গঞ্জে, মাইকিং করে প্রচার পুলিশের


Nblive রায়গঞ্জঃ সপ্তমী থেকেই শহরে যানচলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জ থানার পুলিশ। যানচলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে শহরের বিভিন্ন এলাকাকে।


জরুরী পরিষেবা ব্যতিত বেলা ৩’টা থেকে রাত ২’টা পর্যন্ত শহরে যেকোনও রকম যানচলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।


পূজার চারদিন শহরে বিপুল পরিমান মানুষের ভিড়কে সামালানো এবং সাধারণ নাগরিকদের সুষ্ঠভাবে পূজা মন্ডপ পরিদর্শন করার সুযোগ করে দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার সকালে রায়গঞ্জবাসীর উদ্দ্যেশে এই সিদ্ধান্ত রীতিমতন মাইকিং করে প্রচারও করা হয় রায়গঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।


শহরের ভেতরে বেশ কিছু এলাকাকে ইতিমধ্যেই নো এন্ট্রি জোন বলেও শনাক্ত করেছে পুলিশ। টোটো রিক্সা, অটো, মোটর বাইক, চারচাকা গাড়িকে ওই সব এলাকায় ঢুকতে দেওয়া হবেনা বলেও জানিয়ে দেওয়া হয় রায়গঞ্জ থানার পক্ষ থেকে। মূলত বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত এলাকায় যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related News

Back to top button