Archiveফটো গ্যালারি

স্কটল্যান্ডে সরস্বতী বন্দনা, প্রবাসীরা ফিরে পেলেন এই বাংলার বাল্যকাল

Nblive স্কটল্যান্ডঃ স্কটল্যান্ড এর রাজধানী এডিনবরা এবার প্রথম সরস্বতী পুজো উৎসবে মেতে উঠলো। গত ৩ ফেব্রুয়ারি শহরের শতাধিক বাঙালির সক্রিয় যোগদানে গিলমারটন সোসাইটি হল হয়ে উঠলো পশ্চিমবঙ্গের কোনও এক বিদ্যালয় প্রাঙ্গন।

কচি-কাঁচাদের হাতে খড়ি, বসে আঁকো থেকে শুরু করে দেয়াল পত্রিকা, ক্যুইজ, নাটক, গান, কবিতা পরিবেশনের মধ্যে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই ফিরে পেলেন তাঁদের ছোটবেলা। এছাড়া ছিল মাটির ভাঁড়ে চা, ঝালমুড়ি, ঘুগনি, পায়েস আর ভুরিভোজের আয়োজন।

মাটির তৈরি সুন্দর সরস্বতী মা-এর প্রতিমার জন্য অনুদান দিয়েছে ওয়েলস পুজো কমিটি। এই পুজোর পুরোহিত ছিলেন আঠারো বছরের মেধাবি এক কিশোর দেবার্ঘ্য চক্রবর্তী।

 

[metaslider id=20711]

 

চিত্রগ্রহণঃ অরিন্দম বসু (স্কটল্যান্ড)

Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button