Archive

আগ্নেয়াস্ত্র সহ আলিপুরদুয়ারে গ্রেফতার অসমের দুই


 

 

NBlive ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে সফরে থাকাকালীনই আলিপুরদুয়ারে গ্রেফতার দুই অসমের দুষ্কৃতী। ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অসম বাংলা সীমান্তে নাকা চেকিং এর সময় একটি সন্দেহজনক গাড়িকে পুলিশ আটকানোর চেষ্টা করলে তা চেকিং-এর তোয়াক্কা না করেই আলিপুরদুয়ারে ঢুকে পড়ে। এরপরেই গাড়ির নম্বর ধরে জেলা জুড়ে তল্লাশি শুরু হয়। এরপর ডি আর এমের দফতরের সামনে দাঁড়াতেই পুলিশ ঘিরে ফেলে গাড়িটিকে। ধৃত দুই অসমের গোসাইগাঁও এর বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ এই বিষয়ে এখনও কিছু জানায় নি।

 

 

 

 

Back to top button