
NBlive অপরাজিতা জোয়ারদারঃ আজ মুক্তি পাচ্ছে বহু অপেক্ষিত “উমা”। শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের এই ছবির প্রতি আগ্রহ বেড়েই চলছিলো। অন্যরকম গল্প, দুর্গাপূজার আমেজ, অনুপম রায়ের গান -কি নেই এই ছবিতে! এসভিএফ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে তৈরি এই ছবিতে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত (হিমাদ্রী), যিশু সেনগুপ্তর কন্যা সারা সেনগুপ্ত(উমা), অঞ্জন দত্ত(ব্রহ্মানন্দ), সায়ন্তিকা ব্যানার্জী, শ্রাবন্তী চ্যাটার্জী , বাবুল সুপ্রিয়, রুদ্রনীলে ঘোষ প্রমুখ।
এছাড়াও প্রসেনজীৎ চ্যাটার্জী,দেব, নুসরত, মিমি থাকছেন ক্যামিও রোলে । ছবির গল্প কানাডার অন্টারিওতে অবস্থিত সেন্ট জর্জ শহরের বাসিন্দা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইভান লিভারসেজের জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে সুইজারল্যান্ডে বসবাসরত উমা (সারা সেনগুপ্ত) দুরারোগ্য ব্যাধিতে (ক্যান্সার) আক্রান্ত।
কোলকাতার জাঁকজমক দুর্গাপূজার গল্প শুনে পূজা দেখতে দেশে যাওয়ার আবদার করে বাবা হিমাদ্রীর( যিশু সেনগুপ্ত) কাছে। ডাক্তারের কাছে কোলকাতায় যাওয়ার অনুমতি নিতে এলে হিমাদ্রী জানতে পারে অক্টোবর পর্যন্ত বাঁচার আশা প্রায় নেই উমার। নিজের মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে বাবা তার সমস্ত দুঃখকে পাশে রেখে জুটে পড়ে কোলকাতা শহর জুড়ে দুর্গাপূজার আবহ তৈরি করতে।
প্রায় অসম্ভব এই কাজ করতে হিমাদ্রী স্মরণাপন্য হন একজন চলচিত্র পরিচালক ব্রহ্মানন্দর (অঞ্জন দত্ত) কাছে। প্রথমাবস্থায় গররাজি হলেও নিজের ব্যর্থ ক্যারিয়ারের নিরিখে এই কাজকে চ্যালেঞ্জ হিসেবে নেন পরিচালক। শহর জুড়ে তৈরি করা হয় নকল দূর্গা পূজার সেট । যদিও এই কাজেও বারবার বাধার সম্মুখীন হতে হয় সকলকে।
একজন বাবার সর্বশক্তি দিয়ে তার মৃত্যুপথযাত্রী মেয়ের ইচ্ছেপূরণের আবেগ ধরা দিয়েছে এই ছবিতে। শ্রীজিৎ মুখোপাধ্যায়ের দক্ষ পরিচালনা ও উমার দুর্গাপূজা দেখার স্বপ্ন পূরণ হল কিনা তা জানতে প্রেক্ষাগৃহে গেলে খুব একটা হতাশ হবেন না দর্শকেরা তা বলাই যায়।