বিনোদন
ডুয়ার্সের ঘন জঙ্গলে শুরু ‘শেরদিল’এর শ্যুটিং, মুখ্য চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী
ডুয়ার্সের জঙ্গলে সৃজিত মুখার্জীর তৃতীয় হিন্দি ছবির শ্যুটিং শুরু হলো।
Bengal Live ডেস্কঃ পঙ্কজ ত্রিপাঠীকে সাথে নিয়ে তৃতীয় বলিউড ছবির শ্যুটিং শুরু করলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখার্জী। ‘বেগমজান’, ‘সাবাশ মিঠু’র পর পরিচালকের নতুন ছবি ‘শেরদিল’। ২০১৭ সালে এই ছবি নথিভুক্ত করিয়ে ছিলেন পরিচালক। ২০১৯ সালে এই ছবির ঘোষণা করা হয়।
উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলেই চলছে ‘শেরদিল’র শ্যুটিং। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করেছেন পরিচালক। জানা গেছে, এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। বাঘের খপ্পড়ে পড়ার গল্পই উঠে আসবে ‘শেরদিল’এ।
দিনকয়েক আগেই অভিনেত্রী তাপসী পান্নুর সাথে ‘সাবাস মিঠু’র শ্যুটিং শেষ করেছেন সৃজিত মুখার্জী।