
Nblive রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বিচারকদের বিচারে জেলার সেরা পূজার সম্মান পেল সুদর্শনপুর সর্বজনীন দূর্গোৎসব কমিটি।
৬০তম বর্ষে এবার পদার্পণ করলো রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দূর্গোৎসব।
উত্তর দিনাজপুর জেলার অন্যতম সেরা পুজোর মধ্যে অন্যতম সুদর্শনপুর সর্বজনীন দুর্গা পুজো।
থাইল্যান্ডের ডিজনিল্যান্ডের আদলে তাঁদের পুজোমন্ডপ।
পৌরাণিক যুদ্ধের আবহে প্রতিমা এবং চন্দনগরের আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা পুজো কর্মকর্তাদের। এবারের বাজেট প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা।