
Nblive অপরাজিতা জোয়ারদারঃ এবছর শিশু দিবসে শিশুদের সুপার হিরোর স্বপ্ন দেখোনোর স্রষ্টা স্ট্যান লি নেই। নেই হয়ত শারীরিকভাবে। কিন্তু সত্যিই কি তিনি বিস্মৃত হবেন সকলের মন থেকে৷ না, একথা বলাই যায়, যতদিন শৈশব মন, কল্পনা ও উড়ে বেড়ানোর স্বপ্ন থাকবে, স্ট্যান লি-ও বেঁচে থাকবেন এই শিশুদের মাঝে। স্ট্যান লি-র স্বপ্ন দেখার শুরুটা বলা যায় ১৯৩৯ সাল। টাইমলি কমিক্সে অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ। তবে পরিবারের আর্থিক অনটনের সাথে লড়াই করতে বাকি কর্মচারীদের খাওয়ার আনা, কলম গুছিয়ে রাখার কাজ করতে হয়েছিলো তাকে। লড়াইটা হয়তো সেখান থেকেই শেখা। ভাগ্য যে তাকে নিয়ে যাচ্ছিলো বিশ্বজয়ের দিকে। খুব শীঘ্রই বিশ্বখ্যাত সুপার হিরোদের সৃষ্টকর্তা হয়ে উঠবেন তিনি সে দিকেই যাচ্ছিলেন ক্রিয়েটিভ স্ট্যান লি, যার পার্থিব শরীরের মৃত্যু হলেও তিনি অমর।
স্পাইডারম্যান, আয়রন ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, হল্ক এর সহলেখক স্ট্যান লি সোমবার পর সোমবার সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। নিউমোনিয়া ও চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। মারভেল কমিক্স এর জনক স্ট্যান লি-র মৃত্যুতে শোক স্তব্ধ সকলেই। জ্যাক কিরবি, স্টেভ ডিটকোর মতো শিল্পীদের সঙ্গে নিয়ে তিনি সৃষ্টি করেছেন অসংখ্য কমিক সুপারহিরো দের। যা নিয়ে পরবর্তিতে বিশ্বখ্যাত সিনেমা তৈরি হয়েছে। নতুন করে সুপারহিরো দের নিয়ে ভাবাতে শুরু করেছিলেন তিনি। একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন স্পাইডারম্যান তৈরি গল্প। সকলের অপছন্দের মাকড়শা কে সুপারহিরো হিসেবে আনার চিন্তা প্রথমে অবাক করেছিলো অনেককেই। সুপারহিরোদের জীবনেও যে সমস্যা হয় সেটাও প্রথমে মানাতে পারেননি তিনি। কিন্তু পরবর্তীকালে তার এই স্পাইডারম্যান সকলের ভালোবাসা পেয়েছে। স্ট্যান লি কেও কমিক চরিত্রে দেখা গেছে বহুবার। প্রচুর ছবিতেও ক্যামিও রোলে অভিনয় করতে দেখা গেছে তাকে।
চলুন জেনে নেই সেই বিখ্যাত কিছু ছবির কথা যা শিশুদের নয় সকলেরই প্রিয়।
দা ট্রায়াল অফ ইনক্রিডেবল হল্ক :(১৯৮৯) প্রায় ৩০ আগে তিনি এই টিভি মুভিতে তাকে জুরি মেম্বার হিসেবে প্রথমবার ক্যামিও রোলে দেখা যায়।
এক্স ম্যান :(২০০০) এই ছবিতেও ক্যামিও রোলে অভিনয় করেছেন তিনি।
স্পাইডারম্যান (২০০২) : এই ছবির একটি দৃশ্যে গ্রীন গব্লিন বিস্ফোরণের সময় ছোট্ট মেয়েকে বাঁচানোর অভিনয় করেছিলেন তিনি।
ডেয়ারডেভিল (২০০৩): বিল এভারেটের সাথে মিলিত ভাবে ডেয়ারডেভিলের সৃষ্টি করেছিলেন স্ট্যান লি। এই ছবিতে পেপার পড়তে পড়তে রাস্তা পার হওয়ার ক্যামিও দৃশ্যে অভিনয় করেন তিনি।
হল্ক (২০০৩) : প্রথমবারের জন্য সংলাপের সাথে সিকিউরিটির ক্যামিও রোলে অভিনয় করলেন স্ট্যান লি। সাথে ছিলেন হল্ক অভিনেতা ল’ ফেরিগনো।
স্পাইডারম্যান ২ (২০০৪) : ডক্টর অক্টোপাসের সাথে স্পাইডারম্যানের লড়াইয়ে ফের এক মহিলাকে বাঁচানোর দৃশ্যে দেখা গেল তাকে।
ফ্যান্টাস্টিক ফোর (২০০৫) : উইলি লাম্পকিনের ভূমিকায় অভিনয় যিনি একটি দৃশ্যে মিস্টার ফ্যান্টাস্টিককে(রিড রিচার্ড) অভিনন্দন জানান।
এক্স ম্যান দা লাস্ট স্ট্যান্ড : (২০০৬) গার্ডেনিং এর একটি দৃশ্যে অভিনয়।
স্পাইডারম্যান ৩ (২০০৭) : এই ছবির একটি দৃশ্যে পিটার পার্কারকে উপদেশমূলক কিছু সংলাপ বলতে দেখা যায় স্ট্যান লি কে।
এছাড়াও এবছর পর্যন্ত পর পর যে সব বিখ্যাত ছবিতে দেখা গেছে স্ট্যান লিকে সেগুলি হল :
ফ্যান্টাস্টিক ফোর, রাইজ অফ দা সিলভার সার্ফার (২০০৭)
আয়রন ম্যান (২০০৮)
দা ইনক্রিডিবল হল্ক (২০০৮)
আয়রন ম্যান ২(২০১০)
থর (২০১১)
ক্যাপটেন আমেরিকা দা ফার্স্ট অ্যাভেঞ্জার (২০১১)
দা অ্যাভেঞ্জারস (২০১২)
দ্যা অমেজিং স্পাইডারম্যান (২০১২)
আয়রনম্যান ৩ (২০১৩)
থর দা ডার্ক ওয়ার্ল্ড (২০১৩)
ক্যাপ্টেন আমেরিকা, দা উইন্টার সোলজার (২০১৪)
দা আমেজিং স্পাইডারম্যান ২ : (২০১৪)
গার্ডিয়ান অফ গ্যালাক্সি (২০১৪)
বিগ হিরো ৬ :(২০১৪)
মার্ভেন এজেন্টস অফ শিল্ড (২০১৪)
অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রোন (২০১৫)
এজেন্ট কার্টার (২০১৫)
অ্যান্ট ম্যান (২০১৫)
ডেড পুল (২০১৬)
ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার (২০১৬)
এক্স ম্যান অ্যাপোক্যালিপ্স : (২০১৬)
ডক্টর স্ট্রেইঞ্জ (২০১৬)
ডেডপুল ২ টিজার (২০১৭)
গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ২ (২০১৭)
স্পাইডারম্যান হোমকামিং (২০১৭)
দা গিফটেড (২০১৭)
থর দা র্যাগনরক (২০১৭)
রানওয়েজ (২০১৭)
ব্ল্যাক প্যান্থর (২০১৮)
অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার (২০১৮)
ডেডপুল ২ (২০১৮)
অ্যান্টম্যান এ্যন্ড ওয়াস্প (২০১৮)
ভেনম (২০১৮)
শুধু অভিনয় নয়, শারীরিকভাবে উপস্থিত না হলে ডেয়ারডেভিল, লিউককেজ, দা ডিফেন্ডারস, জেসিকা জোনস, দা পানিশার, আয়রন ফিস্ট সহ বিভিন্ন সিনেমায় তার ছবি বা পোস্টারও ব্যাবহৃত হয়েছে।
তাই বলাই যায়, কমিক্স স্রষ্টা স্ট্যান লি সর্বদাই বেঁচে থাকবেন সকলের শৈশবে।