Archive
কিকা, রিকা, ইকা- মুখ্যমন্ত্রী নামকরণ করলেন তিন রয়্যাল সন্তানের

NBlive শিলিগুড়িঃ শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তিন রয়্যাল সন্তানের নাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সাড়ে তিনমাস আগে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা তিন সন্তানের জন্ম দেয়। এরপর বন দফতরের পক্ষ থেকে নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হয়। জানা গেছে, মুখ্যমন্ত্রী নতুন তিন ব্যাঘ্র শাবকদের নাম কিকা, রিকা ও ইকা রেখেছেন। নামকরণের পর খুশি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। নতুন নামেই এখন তিন বাঘের ছানাকে ডাকা হবে।