
NBlive অপরাজিতা জোয়ারদারঃ কৃষ্ণসার হরিণ চোরাশিকারের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল বলিউডের ভাইজান সলমান খানের। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। বৃহস্পতিবার যোধপুর কোর্ট এই রায় দেন। ১৯৯৮ সালে “হম সাথ সাথ হ্যায় ” ছবির স্যুটিং চলাকালীন ২টি কৃষ্ণসার হরিণ চোরাশিকার ও অস্ত্র মামলায় এদিন সলমান খানকে দোষি সাব্যস্ত করে আদালত।
যদিও তার সহ অভিনেতা অভিনেত্রী সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে, তাবু ও নিলম আদালতের বিচারে খালাস পায়। “দবঙ্গ”স্টার ৫২ বছর বয়সী সল্লু ভাইকে ধারা ৫১- ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ও আর্মস অ্যাক্ট অনুযায়ী এই সাজা ঘোষণা করা হয়। যোধপুরের কানকানি গ্রামের কাছে ভাগোডা এলাকায় শিকারে বেড়িয়ে কৃষ্ণসারের শিকার করেন সালমান খান বলে অভিযোগ ওঠে।
তার সাথে ছিলেন “হাম সাথ সাথ হ্যায়” ছবির কলাকুশলীরাও। সেই সময় পাবলিক প্রসেকিউটর ভওয়ানি সিং ভাতি অভিযোগ করেন, জিপ্সি গাড়িতে চেপে চোরাশিকারে বেড়িয়েছিলেন তারা। ড্রাইভিং সিটে ছিলেন সালমান খান। শিকার করে মৃত কৃষ্ণসার হরিণ গুলোকে ঘটনাস্থলেই রেখে পালিয়ে যায় তারা। এরপর দীর্ঘ শুনানি শেষে এদিন সাজা ঘোষণা করা হয়।
যদিও এইচ এম সারস্বত অভিযোগ করেন কোনো ঘটনাই প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। সাক্ষ্য জালিয়াতির অভিযোগও করেন তিনি। ইতিমধ্যেই জামিনের আবেদন জানিয়েছেন সলমান খান। আগামীকাল সেই আবেদনের শুনানি হবে।