
NBlive ওয়েব ডেস্কঃ পিছনে পুলিশের তাড়া আর সামনে টোটো নিয়ে এগলি থেকে সেগলি পালিয়ে বেড়াচ্ছেন জুনিয়ন বচ্চন। আর তা দেখতেই রাস্তায় ভিড় জমিয়েছেন চুঁচড়াড় উৎসুক জনতা।
বিগত কয়েক বছর আগে তিন সিনেমার শ্যুটিং করতে চুঁচুড়ায় এসেছিলেন বিগ বি। সেই সময়ও সাধারণের উপচে পড়া ভিড় চোখে পড়েছিল। যা নাকি সামাল দিতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় পুলিশকে।
নায়কের আসার খবর আগের থেকেই অল্পবিস্তর পাচ্ছিলেন চুঁচুড়াবাসী। তবে সাধারণেরা নিশ্চিত হন পুলিশের তৎপরতা দেখে। গঙ্গার ঘাট লাগোয়া রাস্তায় নো এন্ট্রি বোর্ড বসতেই এলাকায় ভিড় করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দেখে নেন অভিষেক বচ্চনের শ্যুটিং-এর দৃশ্য। জানা গেছে , অনুরাগ বসুর ‘লাইফ ইন এ মেট্রো’র সিকুয়েলের শ্যুটিং চলছে চুঁচুড়াতে।