জলশূন্য নদী আচমকাই হয়ে উঠল খরস্রোতা

NBlive আলিপুরদুয়ারঃ জলশূন্য নদী আচমকাই হয়ে উঠল খরস্রোতা। ভূটান পাহাড়ে অত্যাধিক বৃষ্টির জেরে দুকূল ছাপিয়ে ভয়কর রূপ ধারণ করেছে বাংরি নদী। ঘটনায় আচমকাই মাদারিহাটের সাথে টোটোপাড়া সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এলাকা বন্ধ হয়ে গিয়েছে পারাপার।যে নদীতে বিন্দু মাত্র জল ছিল না সেই নদী হঠাৎ খরস্রোতা হয়ে উঠার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুটান পাহাড়ে অত্যাধিক বৃষ্টির ফলে মাদারিহাট সংলগ্ন বাংরি নদীর জল ফুলে ফেঁপে দুকূল ছাপিয়ে ভয়কর রূপ ধারণ করেছে। ফলে নদীর দুই পারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে নদীর এ রকম রূপ বর্ষা কালে প্রায়ই দেখা যায়। স্থানীয় বাসিন্দা ধীরেন রাজগোর জানান, হঠাৎ নদির জল বৃদ্ধি পাওয়ার ফলে প্রায় দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি।এছাড়া আমার মতো অনেকেই কাজে যেতে পারছে না। স্কুল পড়ুয়াদের ও সমস্যা হচ্ছে।সরকার এ ব্যাপারে উদাসীন। আমরা অবিলম্বে নদীর উপর সেতু নির্মাণের দাবী করছি।