Archiveউৎসব

দেখে নিন রায়গঞ্জ সমাজ সেবক সংঘের দুর্গাপূজার মূল আকর্ষণ

Nblive ওয়েব ডেস্কঃ
নাম – সমাজ সেবক সংঘ।
বয়স – ৫৫ তম বর্ষ।
বাজেট – প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।
বৈশিষ্ট্য – অরণ্যের কোলে পূজা মন্ডপ। সবুজ গাছপালায় ঘেরা আরণ্যক মন্ডপে থাকছে হাতি, বাইসন, ময়ূর সহ একাধিক বন্যপ্রাণী। মূলত বনের সৌন্দর্যকেই তুলে ধরা হচ্ছে সমাজ সেবক সংঘের পূজা মন্ডপে। পাশাপাশি পরিবেশ রক্ষার্থে বৃক্ষ নিধন বন্ধ করার বার্তাও দিতে চান পুজো উদ্যোক্তারা। এখানে দেবী প্রতিমাতেও থাকছে চমক। দুর্গাপ্রতিমার অধিষ্ঠান হবে বটবৃক্ষ তলে।

20161005_115016_wm

Back to top button