
NBlive অপরাজিতা জোয়ারদারঃ স্টাইল আইকন সোনাম কাপুর ও আনন্দ আহুজার বিয়েতে কাপুর পরিবারের সাথে সাথে মেতে উঠেছিলেন বলিউডের সেলেবরা। সোশ্যাল মিডিয়া জুড়ে তারই ছবি আর শুভেচ্ছা। আর এরই মাঝে নিভৃতে বিয়ে সারলেন প্রাক্তন মিস ইন্ডিয়া তথা রোডিস এক্সট্রিমের মেন্টর নেহা ধুপিয়া। আজ ইন্সটাগ্রামে নিজের বিয়ের ছবি পোষ্ট করে সকলকে রীতিমত অবাক করে দিয়েছেন তিনি। নেহা ধুপিয়া তাঁর সবচাইতে কাছের বন্ধু অঙ্গদ বেদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।
দিল্লিতে শিখ নিয়ম মেনে বিবাহপর্ব সম্পন্ন হয়। হাল্কা গোলাপি ল্যাহেঙ্গা পরিহিতা নেহা, বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি পোষ্ট করেন। সাথে ক্যাপশন লেখেন – “Best decision of my life. Today, I married my best friend. Hello there, husband, Angad Bedi”. অপরদিকে সাদা শেরওয়ানি পড়ে তরোয়াল হাতে অঙ্গদও নজর কাড়ছিলেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় লেখেন, “Best friend, now wife. Well, hello there, Mrs Bedi.” সোনামের পর এবারে নেহা – অঙ্গদের গাঁটছড়া বাঁধার খবরে ভীষণ খুশি তাদের ফ্যানরা।